২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৫

পূর্ব গৌতায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা আসাদের

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

আসাদ বলেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। এ যুদ্ধের ধারাবাহিকতায়ই গৌতা অভিযান চালানো হচ্ছে।’

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ও সামরিক অভিযানের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। সংঘর্ষের মধ্যেই গত দু’দিনে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিয়েছে। পূর্ব গৌতার পরিস্থিতি নিয়ে ‌পশ্চিমারা ‘তুমুল মিথ্যাচার’ করছে বলেও দাবি করেছেন তিনি।

রাশিয়ার প্রস্তাবনায় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পূর্ব গৌতায় যে মানবিক যুদ্ধবিরতি থাকে সেকথা উল্লেখ করে এ মন্তব্য করেন আসাদ।

পূর্ব গৌতায় মানবিক পরিস্থিতির ব্যাপারে পশ্চিমাদের উদ্বেগকে তিনি ‘হাস্যকর মিথ্যা অভিযোগ’ বলে নাকচ করে দেন।

আসাদ বলেন, ‘কিছুদিন পরপরই পাশ্চাত্য মানবিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তৃতা-বিবৃতি দেয় তা অত্যন্ত হাস্যকর মিথ্যা। পশ্চিমা নেতাদের মতোই তাদের দাবিগুলিও হাস্যকর।’

পূর্ব গৌতায় তিন লাখ ৯৩ হাজার লোকের বাস। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। গত সপ্তাহে ত্রাণ সরবরাহ, বেসামরিক নাগরিক ও আহতদের পূর্ব গৌতা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে রাশিয়ার মানবিক যুদ্ধবিরতিকে ‌’কৌতুক’ অ্যাখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ