১৯শে মে, ২০২৪ ইং | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

রোববার থেকে রোজা শুরু

দৈনিক দেশজনতা  রিপোর্ট:

দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শনিবার রাত ৩টা ৪১ মিনিট এবং ইফতার রোববার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। ফলে আগামীকাল শনিবার এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ ও সেহরির মাধ্যমে শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে। এ হিসেবে আগে থেকেই ধারণা করা হচ্ছিল আজ চাঁদ দেখার সম্ভাবনা কম।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ