নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে দুই দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে মেলা উদ্বোধনকালে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনছারুল হক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, লালপুর থানা আ’লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী প্রমুখ।
এ মেলায় উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ১ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
দৈনিক দেশজনতা /এন আর