স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে হটিয়ে আবারো ডব্লিউটিএ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন রুমানিয়ান তারকা সিমোনা হালেপ। পায়ের ইনজুরির কারণে গত সপ্তাহে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে কোন সমস্যা হয়নি হালেপের।
সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ওজনিয়াকিও অনুপস্থিত ছিলেন। ড্যানিশ এই তারকার থেকে ৪০০ রেটিং পয়েন্ট এগিয়ে হালেপ এখন শীর্ষে। দুবাইয়ে সেমিফাইনালে পৌঁছানো গারবিন মুগুরুজা তৃতীয় ও দুবাইয়ে শিরোপা জয়ী ইউক্রেনের এলিনা সেভিতোলিনায় চতুর্থ স্থান ধরে রেখেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

