স্পোর্টস ডেস্ক:
ইকবালের পেশোয়ার জালমির পর এবার মোস্তাফিজের লাহোর কালান্দার্সও হারল শহিদ আফ্রিদির করাচি কিংসের কাছে। ২৭ রানে জিতেছে তারা। ফলে টানা তিনটি ম্যাচে জিতেছে তারা।
সোমবার টস জিতে ব্যাট করতে নামে করাচি। ধারাবাহিক উইকেটে পতনের ফলে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান। দুটি করে উইকেট শিকার করেছেন সোহেল খান, ইয়াসির শাহ ও সুনিল নারিন। আর ১ ওভার মেডেন ও ২২ রান দিয়ে একটি উইকেট তুলেছেন মোস্তাফিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ছাড়া আর কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তার ৪৪ রান জয়ের দ্বারে পৌঁছাতে পারেনি কালান্দার্সদের। ১৩২ রানে গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ তিনটি করে উইকেট পেয়েছেন শহিদ আফ্রিদি ও উসমান খান।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

