২২শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:১২

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না লাহোর

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজুর রহমান। তবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তার দল লাহোর। নিজেদের তৃতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ২৭ রানে হেরে গেছে তার দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে করাচি। শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন ডেনলি। তবে তাকে খুব বেশি দূর যেতে দেননি ইয়াসির শাহ। ১৪ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।

তবে চতুর্থ উইকেটে কলিন ইনগ্রামকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন বোপারা। ইনগ্রাম ২৮ রান করে সাজঘরে ফিরে গেলেও বোপারা ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন। আর এতেই ১৫৯ রানের সংগ্রহ পায় করাচি। ৪ ওভার করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। যার মধ্যে ১ টি মেডেনসহ ১৩টি ছিল ডট বল।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাককালাম ছাড়াও কেউ দাঁড়াতে পারেনি। উসমান খান ও আফ্রিদির বোলিং তোপে শেষ পর্যন্ত ১৩২ রানে থামে লাহোরের ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান করেন ম্যাককালাম। উসমান খান ও আফ্রিদি নেন ৩ টি করে উইকেট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১০:২৩ পূর্বাহ্ণ