স্পোর্টস ডেস্ক:
দীর্ঘদিনের বন্ধু ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিয়ে হয়েছে ৭২ ঘণ্টাও কাটেনি। এরই মধ্যে ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তার প্রাক্তন স্ত্রী রেহাম খান। তারিক-ই-ইনসাফ প্রধানের বিরুদ্ধে রেহামের সরাসরি অভিযোগ, বুশরার সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ইমরানের।
গত রবিবার লাহৌরে ঘরোয়াভাবেই বিয়ে সেরেছেন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খান। ৬৫ বছর বয়সী ইমরানের এটা তৃতীয় বিয়ে। রেহাম খানের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর বছর কয়েক ‘নিঃসঙ্গ’ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতেই ফের জুটি বেঁধেছেন ইমরান। এবারের সঙ্গী তার দীর্ঘ দিনের বন্ধু বুশরা। ইমরান-বুশরার বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। তবে সরাসরি নিজের বিয়ের কথা বলেননি কেউই। তবে এবার বিয়ের পর্ব মিটতেই মুখ খুলেছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম।
তার অভিযোগ, ‘আমার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই বুশরার সঙ্গে যোগাযোগ রাখতেন ইমরান। নিয়মিত বুশরার সঙ্গে দেখা করতেন। বুশরার সঙ্গে সম্পর্ক ছিল ইমরানের। ১ জানুয়ারি বিয়ে করেছেন ইমরান। এতোদিন বাদে তা প্রকাশ করেছেন তিনি। আমার সঙ্গে বিয়ের পরও এমনটাই করেছিলেন তিনি।
উল্লেখ্য, ইমরানের বুশরাকে বিয়ের খবর সংবাদমাধ্যমকে প্রথম জানিয়েছিলেন রেহামই।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

