১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০৩

তদন্ত দেখে রাশিয়ানরা হাসছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তিনি বলেন, তদন্তের ফলাফল দেখে রাশিয়ানরা হাসছে।
গতকাল রবিবার টুইটার বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার লক্ষ্য যদি হয় যুক্তরাষ্ট্রে বিরোধ বা গোলামাল সৃষ্টি করা তাহলে তো তারা সফলতা পেয়েছে। তারা সেটা করতে সক্ষম হয়েছে। তদন্তে এমন প্রমানই পাওয়া গেল। এতে বোঝা যায়, যতো শুনানি আর তদন্ত সবই বৃথা।
হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজস ঘটেনি। সমপ্রতি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১৩ রাশিয়ান এবং ৩ রুশ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সিএনএন
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১১:৩০ পূর্বাহ্ণ