৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৪

আবারও ৪০ লাখের ক্যাচ!

স্পোর্টস ডেস্ক:

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে গ্যালারিতে যেন টাকা উড়ছে! শুক্রবার অকল্যান্ডে দর্শকসারিতে দাঁড়িয়ে একটি ছক্কার বল লুফে নিয়ে নিমিষেই ৪০ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছিলেন মিচ গ্রিমস্টোন এক দর্শক। ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এবার ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচেও ঘটল একই ঘটনা। ছক্কার একটি বল তালুবন্দী করে লাখপতি হয়ে গেলেন আরেক দর্শক।

রোববার ম্যাচের নবম ওভারে কিউই বোলার কলিন মুনরোর একটি বল লং অনের ওপর দিয়ে তুলে মারেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। বল ওভার বাউন্ডারি হয়ে দর্শকসারিতে পৌঁছালে রুডি বসম্যান নামে এ দর্শক ডান হাতে তা লুফে নেন। আর সাথে সাথেই তার পকেটস্থ হয়ে যায় ৫০ হাজার ডলার! বাংলাদেশী মুদ্রায় যা ৪০ লক্ষ টাকারও বেশি।

একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিপনন কৌশলের অংশ হিসেবে নিউজিল্যান্ডের মাঠগুলোর গ্যালারির নির্দিষ্ট অংশে ছয় হয়ে আসা বলগুলো তালুবন্দি করতে পারলে এই অর্থ পুরস্কার পান দর্শকেরা। ‘টুই ক্যাচ এ মিলিয়ন’ এর ওই ইভেন্ট থেকেই এ পরিমাণ অর্থ জিতেছেন বসম্যান। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেছেন।

পুরস্কার জেতার পর বসম্যান জানিয়েছেন, আজ ক্যাচ ধরার পরিকল্পনা নিয়েই তিনি এসেছিলেন। গ্যালারিতে এসে প্রথমে তিনি দর্শকসারির খুব উঁচুতে গিয়ে বসেন। কিন্তু পরবর্তীতে যখন ভেবে দেখলেন যে বল এতদূর পর্যন্ত উড়ে আসবে না, তখন নিচে নেমে মাঠের কাছাকাছি ঘাসে গিয়ে বসেন।

তার এ পরিকল্পনা যে পুরোপুরি সফল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টে দর্শক টানতে বিপনন কৌশলের নামে এইভাবে টাকার ছাড়াছড়ি নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে কি ক্রিকেটারদের ক্রীড়ানৈপুণ্য দর্শক টানতে যথেষ্ট নয়? স্টাফ নিউজিল্যান্ড অবলম্বনে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৩:৩২ অপরাহ্ণ