স্পোর্টস ডেস্ক:
তিনি যে ব্যাটিং জিনিয়াস, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমান প্রজন্মের সেরা ব্যাটসম্যান তিনি, সেই প্রমাণ দক্ষিণ আফ্রিকা সফরেই দিয়েছেন। সুনীল গাভাস্কার থেকে সৌরভ গাঙ্গুলি, তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন প্রত্যেকেই।
গোটা সিরিজে ৫৫৮ রান করেছেন। কোনও দ্বিপাক্ষিক সিরিজে ৫০০’র উপর রান করা ব্যাটসম্যান কেবল কোহলিই। রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছেন। নজিরের পর নজির। কোহলিই সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার কি না, তা নিয়েও তর্ক শুরু হয়েছে। তবে কবে থামবেন কোহলি এমন প্রশ্নের জবাবে বিরাটের কথা শুনে অবশ্য বোলাররা এখনই স্বস্তি পাবেন না। বিরাট জানান, ‘‘এখনও আট-নয় বছর ক্রিকেট খেলব। আর তার পুরো সময়টাই সেরা পারফর্ম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’’
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

