১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮
ব্রেকিং নিউজ

বিএনপির ২২ ফেব্রুয়ারির সমাবেশের স্থান ঠিক করবে ডিএমপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির ২২ ফেব্রুয়ারির সমাবেশের স্থান ঠিক করবে ডিএমপি। শনিবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সবামেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিএনপির সমাবেশের স্থান ঠিক করে দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশি-ডিএমপি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ