বিনোদন ডেস্ক:
টালিউড সুপারস্টার জিৎ। এবার এই জিতের সঙ্গেই জুটি হয়ে অভিনয় করছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবির নাম সুলতান দ্য সাভিয়র।
সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ্র। ভারতের সুরিন্দ্রর ফিল্ম এবং জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত ফিল্ম যৌথভাবে প্রযোজনা করবে ছবিটি।
ছবিটিতে মিম ছাড়াও আরও অভিনয় করবেন প্রিয়াংকা সরকার। শুক্রবার কলকাতায় ছবিটির শুভ মহরত হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রাজা চন্দ্র।
আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হবে ছবিটি। কলকাতায় মুক্তির পাশাপাশি সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশেও এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

