নিজস্ব প্রতিবেদক:
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভসহ ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার
সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচি, ১৮ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি ২০ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে বিক্ষোভ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

