২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৮

বিচার শুরু তামিমির, মুক্তি চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি এক সেনাকে চড় মারার অপরাধে আটক ফিলিস্তিনি কিশোরী আহমেদ আল তামিমির বিচার শুরু হয়েছে ইসরায়েলি সামরিক আদালতে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তার মধ্যে রয়েছে- নিরাপত্তাবাহিনীর সদস্যকে মারধর, উসকানি ও পাথর নিক্ষেপ।

কারাগারেই গেল মাসে ১৭ বছরে পা দিয়েছেন তামিমি। এদিকে তামিমিকে কারাগার থেকে মুক্ত রেখে বিচারকার্য চালানোর জন্য ইসরায়েলে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার তামিমিকে প্রথমবারের মতো আদালতে তোলা হয়। এ বিচার কাজ শেষ হতে কয়েক মাসও লেগে যেতে পারে।

তামিমির আইনজীবী বিচার চলাকালে আদালতে সাংবাদিকদের উপস্থিতির দাবি জানালেও বিচারক তাতে সম্মতি জানাননি।

তামিমির বাবা বাসেম বলছেন, এ আদালতের বিচার থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন না তিনি।

তামিমির বিরুদ্ধে মোট ১২টি অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে ২০১৬ সালের এপ্রিলের একটি ঘটনাও রয়েছে। তার পরবর্তী শুনানি আগামী মার্চে।

সূত্র: জেরুজালেম পোস্ট ও দ্য গার্ডিয়ান

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ