নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ফুলগাজিতে স্বামী পরিত্যক্ত এক নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়ের প্রাণ কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিবপুর গ্রামের নিজাম উদ্দিন ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা সাথীকে (২৬) কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাতেমা সাথী স্বামী পরিত্যক্তা। তিনি তার বাবার বাড়িতে থাকেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে পুলিশ তা অনুসন্ধান করছে।
দৈনিক দেশজনতা/এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

