২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:০৯

ফুলগাজিতে মা-মেয়ের প্রাণ নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর ফুলগাজিতে স্বামী পরিত্যক্ত এক নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়ের প্রাণ কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিবপুর গ্রামের নিজাম উদ্দিন ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা সাথীকে (২৬) কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাতেমা সাথী স্বামী পরিত্যক্তা। তিনি তার বাবার বাড়িতে থাকেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে পুলিশ তা অনুসন্ধান করছে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২৫, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ