আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ আহরণ করতে গিয়ে এক মার্কিন নাগরিক মারা গেছেন। এই ঘটনায় অপর এক মার্কিন নাগরিককে আকাশপথে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিষ্ক্রিয় সিটলালতেপেৎল আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে অগ্নুৎপাত হতে থাকলে পর্বতারোহীদের দলটি বিপর্যয়ের মধ্যে পড়ে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রাথমিকভাবে মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দুজন মার্কিন নাগরিক কূটনীতিক। কিন্তু মার্কিন দূতাবাস সূত্র থেকে বলা হয়েছে যে ওরা দূতাবাস কর্মী।
পুয়েব্লা অঙ্গরাজ্যের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, একজন পর্বতারোহী নিচে পড়ে যায়। এ সময় তার সঙ্গী মার্কিন দূতাবাসে সাহায্য চায়। রোববার উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু প্রচ- বাতাসের কারণে হেলিকপ্টারের জন্য ঘটনাস্থলে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ায় উদ্ধার অভিযান স্থগিত করতে হয়। বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

