আন্তর্জাতিক ডেস্ক:
ভেনিজুয়েলায় সেনা সদস্য ও অবৈধ খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় এক সংসদ সদস্য ও গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
বলিভার রাজ্যের গভর্নর জাস্টো নগুয়েরা সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনীর একটি ইউনিট এই অভিযানে অংশ নেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। স্থানীয় সংসদ সদস্য আমেরিকো ডি গ্রাজিয়া বলেছেন, নিহতদের মাথায় গুলি করা হয়েছে। এটি একনায়কতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। তবে এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।
প্রসঙ্গত, ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলে গায়ানা সীমান্তে অবৈধ খনি শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে। ২০১৬ সালে এক সংঘর্ষে প্রায় ১৬ জন নিহত হয়। ওই বছর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বর্ণ ও হীরা খনি অধ্যুষিত ওই অঞ্চলের ওপর কৌশলগত কারণে গুরুত্বারোপ করেন এবং অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবারের সংঘর্ষের পর সেনাবাহিনী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

