নড়াইল প্রতিনিধি:
নাশকতার পরিকল্পনার অভিযোগে নড়াইল জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নবীর হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের দপ্তর সম্পাদক সদর উপজেলার বাহিরগ্রামের মুশফিকুর রহমান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহরের ভওয়াখালীর নবীর হোসাইনকে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলা ও অভিযোগে জেলার চারটি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

