বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে তিনি নিয়ে আসছেন ‘টুকরো প্রেমের টান’ শিরোনামে নাটক। নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। সেজান নূরের রচনায় নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকের গল্পে দেখা যাবে- মৌমিতার দুচোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে। সুযোগ পেলে কাছের বন্ধু রাহাতকে গান শোনানোই মৌমিতার কাজ।কিন্তু মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক মন থেকে তা চায় না রাহাত। কেননা রাহাত মৌমিতাকে ভীষণ ভালোবাসে। রাহাত মনে করে মৌমিতা যদি সেলিব্রেটি হয়ে যায়, তবে সে তাকে ভুলে যাবে। এদিকে ঘটনাক্রমে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকেন নানান ঘটনা। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি এটিএন বাংলায় রাত ৯টায় ‘টুকরো প্রেমের টান’ প্রচারিত হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

