৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি এই শ্রদ্ধা জানান।

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন। শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকর্মীরা প্রধান বিচারপতির অনুভূতি জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন।

এর আগে স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পৌছালে তাকে স্বাগত জানান সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল, এবং সাভার জাতীয় স্মৃতিসৈাধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ৭:১৩ অপরাহ্ণ