১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

কুবির নতুন উপাচার্য এমরান কবির

কুমিল্লা প্রতিবেদক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে উপাচার্য শূন্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ২০১৭-১৮ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। এছাড়াও ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন বন্ধ রয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের।
দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৬:৪৭ অপরাহ্ণ