১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪০

পটুয়াখালীতে জালিয়াতির কারনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তার দুজন হলেন বাউফল উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার প্রাক্তন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের নামে বরাদ্দকৃত চাল অনিয়মিত বিতরণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এবিষয়ে রবিবার তাদের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দুদক জানায়, ২০১৬ সালে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের তালিকায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে হতদরিদ্রদের তালিকায় অন্তর্ভুক্ত করেন অভিযুক্তরা। তাদের নামে বরাদ্দকৃত ছয় হাজার ৯৯০ কেজি চাল অনিয়মিত বিতরণের অভিযোগ তদন্ত সাপেক্ষে ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সংঘটিত অপরাধে আসামি দুজনকে গ্রেপ্তার করে দুদক।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৫:২১ অপরাহ্ণ