৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১১

দিনাজপুরে জামায়াতকর্মীসহ আটক ২৬

দিনাজপুর প্রতিবেদক:

বিশেষ অভিযানে জামায়াতে ইসলামের ৩ কর্মী ও দুই মাদক ব্যবসায়ীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ৮টা পর্যন্ত ১২ ঘন্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ২ শ’ বোতল ফেনসিডিল ও ৬ শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে।

অভিযানে দিনাজপুর সদর পুলিশ রাত সাড়ে ১১টার দিকে রানিগঞ্জ বাজার এলাকা থেকে জামায়াতে ইসলামের তিন কর্মীসহ সাতজনকে গ্রেফতার করে, বীরগঞ্জ থানা তিনজনকে, বিরামপুর থানা দুইজনকে, বিরল থানা দুইজনকে, কাহারুল থানা দুইজনকে, খানসামা থানা তিনজনকে এবং পার্বতীপুর থানা দুইজনকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক এক অভিযানে দিনাজপুর থানা পুলিশ জেলা শহরের চাওলার পট্টি এলাকা থেকে ৬ শ’ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এছাড়া, বিভিন্ন থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের মামলায় জামায়াতে ইসলামের কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

অপরদিকে জেলার হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২ শ’ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে তাদের হাকিমপুর থানায় হস্তান্তর করে বলে জানায় বিজিবি। গ্রেফতারকৃতদের জেলে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ