লাইফ স্টাইল ডেস্ক:
শীতকালে সাধারণত ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেক সময় সারাদিন বাইরে থাকার ফলে বাসায় ফেরার পর ত্বকে একটা ক্লান্ত ভাব চলে আসে। এছাড়া কোনো পার্টি বা অনুষ্ঠানে ভারি মেকআপ করার ফলে পরবর্তীতে ত্বক অনেকটা নির্জীব হয়ে যায়। ত্বকের সজীবতা ধরে রাখার জন্য কিছু ট্রিক মেনে চলতে পারেন।
মুখে গোলাপজল স্প্রে করা:
গোলাপজল ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। কটন বাড দিয়ে গোলাপজল লাগিয়ে মুখে লাগান। এতে করে তাৎক্ষণিক ত্বকে একটা সজীবতা ভাব চলে আসবে।
মধুর প্যাক বানিয়ে ত্বকে লাগানো:
মধুতে থাকা ভিটামিন বি এবং সি ত্বকে পুষ্টি জোগায়। ঠান্ডা পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ক্লান্তভাব দূর হবে। এছাড়া ভালো ফল পেতে টক দই এবং মধু দিয়ে প্যাক তৈরি করে নিন। মুখে লাগানোর পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন।
লেমন বেইজড ফেসওয়াশ ব্যবহার করা:
লেমন বেইজড ফেসওয়াশ ব্যবহারে ত্বকে চাঙ্গা এবং মসৃণ হয়। ত্বকে তাৎক্ষণিক একটা লেমনের সুগন্ধি ভাব অনুভূত হয় এবং ত্বককে শান্ত করে।
পেট্রোলিয়াম জেলি লাগানো:
চেহারায় গ্লোসি ভাব আনতে চোখের উপরে অর্থাৎ ভ্রুয়ের নিচে এবং গালে পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ করুন।
অলিভ অয়েল ম্যাসাজ :
ম্যাসাজ ত্বকের উপর চমৎকার প্রভাব ফেলে। অলিভ অয়েল ত্বককে আর্দ্রতা রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। সামান্য অলিভঅয়েল নিয়ে ত্বকে মোলায়েনভাবে ম্যাসাজ করুন। এতে ত্বকে রক্ত চলাচল ঠিক রাখে।
কফি স্ক্রাব :
কফিকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। কফি স্ক্রাব ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকে আর্দ্র রাখে। এটি মসৃণ এবং উজ্জ্বল ত্বক উপহার দেবে।
মুখে বরফ দিয়ে ম্যাসাজ করা:
বরফের টুকরো দিয়ে ত্বকের উপর লাগান। এতেকরে ত্বক সজীব এবং চাঙ্গা হবে। ফোলা চোখে এবং ক্ষতের উপর আস্তে আস্তে করে লাগান। ভালো ফলাফলের জন্য বরফের টুকরোটি সুতি কাপড়ের দিয়ে মুড়িয়ে তারপর ত্বকের উপর ম্যাসাজ করুন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

