অনলাইন ডেস্ক:
সিলেটের তামাবিল সড়কে বাস উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
২২ মে সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল সড়কের তামাবিল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, জাফলং মামার দোকান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (লোকাল) তামাবিল পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়। এতে তিনজন বাসের নিচে চাপা পড়ে মারা যান। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

