১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২১

কলম্বিয়ায় নির্মাণাধীন সেতু ধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে ১০ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির রাজধানী বোগোতার নিকটবর্তী শহর ভিল্লাভিসেনসিওর সংযোগ সড়কের সম্প্রসারিত অংশে সেতুটি ধসে পড়ে। এ ব্যাপারে বেসামরিক প্রতিরক্ষা পরিচালক জর্জ দিয়াজ বলেন, ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক। তারা প্রায় ২৮০ মিটার উঁচু স্থান থেকে পড়ে যান। ওই দুর্ঘটনার সময় সেতুর ওপর ২০ জন শ্রমিক ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৪:৩০ অপরাহ্ণ