সাতক্ষীরা প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়লি সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারি নাজিম উদ্দিন (৫০) কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কলারোয়া থানা পুলিশের ওসি সুবীর দত্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাদিয়ালি সীমান্তে মদন পুরের কামার পড়া এলাকায় চোরাকারবারি নাজিম উদ্দিনের গতিবিধি সন্দেহজনক হলে থানার সাব-ইন্সপেক্টর ইসমাইল তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

