১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১৯

১৯ বছর পর ফের একসঙ্গে শাহরুখ, কাজল ও রানী

বিনোদন ডেস্ক:

১৯ বছর পর এক ছবিতে ফের দেখা যাবে শাহরুখ, কাজল ও রানী মুখার্জীকে। তাদের প্রেম-বিরহ এক সময় দারুণ উপভোগ করতেন দর্শকরা। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির পর আর একসঙ্গে তাদের দেখা যায়নি। এবার বড় পর্দায় একই ছবিতে দেখা যাবে বলিউডের এই তিন তারকাকে।
আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে বামুনের চরিত্র অভিনয় করছেন শাহরুখ খান। এ ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানী। করণ জোহরের ‘কাভি আলবিদা না ক্যাহেনা’ ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘জিরো’। রানী, কাজল ছাড়া এ ছবিতে আরও দেখা যাবে কারিশমা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভাটকে। রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাও। প্রসঙ্গত ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ