২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৭

বিনা টিকিটে ট্রেনে চড়ে জরিমানা গুনলেন ৮৪২ যাত্রী

কিশোরগঞ্জ প্রতিবেদক:

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ৮৪২ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভৈরব রেলওয়ে স্টেশনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট কিশোরগঞ্জ ও নোয়াখালীগামী ১০টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সন্ধ্যা ৭টায় রেলওয়ে কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার অমৃত লাল দাস জানান, ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমণ নিরুৎসাহী করতে প্রায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৮:৪০ অপরাহ্ণ