২২শে এপ্রিল, ২০২৫ ইং | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:১৬
ব্রেকিং নিউজ

মোবাইল চোরচক্রের প্রধানসহ ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মোবাইল চোরচক্রের প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খুলশী থানার ওসি (তদন্ত) মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চক্রটির প্রধানের নাম আবদুল্লাহ আল মামুন ওরফে ঘাড় বাঁকা মামুন। এসময় ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

তিনি জানান, গত ৫ জানুয়ারি খুলশীর একটি মার্কেটে মেলা চলাকালে বেশ কয়েকটি স্টল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের ১০২টি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পরদিন খুলশী থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১০:৩৯ পূর্বাহ্ণ