দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব, দূর্নিতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও সাক্ষগ্রহন শেষে অনাস্থা ভোট সমপন্ন হয়েছে।
বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ ১২ জনের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবের ৭ টি কারন সহ আ’লীগ সমর্থীত বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার মহোদয় রংপুর এর বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর বিভাগীয় কমিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল এর উপস্থিতিতে ৯জানুয়ারী সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনাস্থা ভোট সমপন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান-১, ভাইস চেয়ারম্যান-২, মেয়র-১ ও ১১জন ইউনিয়ন চেয়ারম্যান সহ ১৫টি ভোটারের মধ্যে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিতিতে ১৪ জন ভোটার ভোট প্রদান করেন। এসময় শিবরামপুর ইউপি চেয়ারম্যান বাবু জনক চন্দ্র অধিকারী, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমান, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দিন, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রোস্তম আলী, সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম.এ খালেক সরকার, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভোগনগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, সাতোর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল হক, মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আখতার ও বীরগঞ্জ পৌর মেয়র মাওঃ মোঃ হানিফ ভোট প্রদান করেন। এসময় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ১৪টি ভোট পড়ে।
উল্লেক্ষ, গত ২০ডিসেম্বর/১৭ ইং রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল এর উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুলের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব, দূর্নিতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ১ম পর্য্যায়ে তদন্ত ও সাক্ষগ্রহন অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশজনতা /এন আর