নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার পর মূলত তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবে জোট। প্রার্থী নির্ধারণের ভার দেওয়া হয়েছে জোটপ্রধানের ওপর।
এ ছাড়া খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের কোনো শরিক অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক থেকে চলতি মাসেই আলেম ও উলামা এবং আইনজীবীদের মহাসমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার রাত ৯টায় শুরু হয়ে রাত সোয়া ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

