১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও জেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশীর হাতে প্রথম কার্ডটি তুলে দেওয়া হয়। এরপর কার্ড নেন পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

আজ আনুষ্ঠানিকভাবে শহরের ২৫ জনকে কার্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, সদর উপজেলায় ৩ লাখ ৯২ হাজার স্মার্টকার্ড প্রস্তুত করা হয়েছে এবং  আগামীকাল থেকে জনপ্রতিনিধিদের  মাধ্যমে নিজ নিজ ইউনিয়নে বিতরণ করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ