১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৯
ব্রেকিং নিউজ

রাজধানীতে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডিতে র‍্যাবের চেকপোস্টে তল্লাশির সময় একটি জিপ গাড়ি থেকে তিন হাজার ৮৭০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হৃদয় আলম ও হাসানুর রহমান। ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ এ অভিযান চালায়।
র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, জিপটি থামানোর পর চালকের কাছে মালিকানার কাগজ চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে সেটিতে তল্লাশি করে ফেনসিডিল পাওয়া যায়। ধারনা করা হচ্ছে, দামি জিপ গাড়ি ব্যবহার করে তারা বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করে। ওই গাড়ির মালিক যাচাইয়ের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ