১৪ই এপ্রিল, ২০২৫ ইং | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২২
ব্রেকিং নিউজ

পেরুতে বাস সৈকতে পড়ে ৪৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

পেরুতে একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১জন। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এ দুর্ঘটনা  ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ৫৭ জন আরোহী নিয়ে রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়। দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের লাশ ছড়িয়ে থাকতে দেখা গেছে।এক বিবৃতিতে এ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ