১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৫২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচলের বিষয়ে নিশ্চিত করে জানান, কুয়াশ কেটে গেলে মাঝ নদীতে আটকে থাকা ৯টি ফেরি ঘাটে পৌছায়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশা কেটে গেলে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া পাটুরিয়া উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ