১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ইয়াবাসহ দুই সেনা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সেনাবাহিনীর সিপাহী বলে জানা গেছে। তারা চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। শনিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করে কর্নফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়। আটক দু’জনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ