নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বরগুনা গড়ার স্বপ্ন নিয়ে আজ শুক্রবার সকাল ১০ টায় বিডি ক্লিন বরগুনার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করে বিডি ক্লিনের সদস্যরা। বরগুনা টাউন হল শহীদ মিনার চত্বরে সকল সদস্যরা শপথ গ্রহনের পর শহীদ মিনার মাঠ ,শহীদ স্মৃতি সড়ক ও টেম্পু স্টান্ড পরিষ্কার করে এবং পথচারি ও ব্যসায়ীদের যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সচেতন করে।
এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সুখ রঞ্জন শীল আহবায়ক বরগুনা পরিবেশ আন্দোলন,মুশফিক আরিফ সদস্য সচিব বরগুনা পরিবেশ আন্দোলন,সাহাবুদ্দিন সাবু সদস্য বরগুনা পরিবেশ আন্দোলন,ডা. এম আর আলম কল্প, ডেবিড সিকদার ,সদস্য খেলাঘর বরগুনা ,সাইফ আল মামুন সদস্য খেলাঘর বরগুনা প্রমুখ। বিডি ক্লিন বরগুনা জেলা সমন্বয়ক(ভারপ্রপ্ত) আনোয়ার সাগর বলেন,শহর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান একটি চলমান উদ্যোগ। বিডি ক্লিন বরগুনা সারা বছর প্রতি শুক্রবার শহরের বিভিন্ন
স্থনে এই অভিযান অব্যাহত রাখবে। এ অভিযানে বিডি ক্লিনের শতাধিক কর্মী কাজ করছে।
দৈনিক দেশজনতা/এন এইচ