১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৪

রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশন ও টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ডিএমপি পক্ষ থেকে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ