নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জের ধরে লিটন হালদার (২৫) নামে মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিজ মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন হালদার কচুয়া উপজেলার পশ্চিম পিপুলজুড়ি গ্রামের মৃত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম বলেন, প্রতিরাতের ন্যায় রাত ৮টার দিকে লিটন তার নিজের মাছের ঘেরে খাবার দিতে গিয়ে আর ফিরে আসেনি। পরে স্বজনরা ঘেরে খুঁজতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লিটনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের মাথার পিছনে ৩টি কোপের দাগ রয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের পরে জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এটি পূর্বশত্রুতার কারণে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

