১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২৯

ফিফা র‌্যাংঙ্কিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের উন্নতি

স্পোর্টস ডেস্ক:
ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের উন্নতি হয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০০ তে। অন্যদিকে পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিয়ে  অবণতি হয়েছে। তাদের বর্তমান অবস্থান ১৯৭।  শীর্ষে রয়েছে জার্মানি। দুইয়ে ব্রাজিল, তিনে পর্তুগাল ও আর্জেন্টিনা চারে রয়েছে।
এশিয়ার মধ্যে সেরা র‌্যাঙ্কিয়ে রয়েছে ইরান। তাদের অবস্থান ৩২তম। এরপর রয়েছে জাপান (৫৭) ও দক্ষিণ কোরিয়া (৬০)। পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। মায়ানমার রয়েছে ১৪০ এ।
ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। শ্রীলঙ্কার অবস্থান ২০০তম। আর পাকিস্তান রয়েছে ২০১ এ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ