২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭
ব্রেকিং নিউজ

কোহলি-আনুশকার রিসেপশন পার্টিতে মোদি

বিনোদন ডেস্ক:

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করে এসেছিলেন কোহলি-আনুশকা। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজন করা ‘বিরুশ্কা’র প্রথম বিবাহোত্তর সংবর্ধনায় (রিসেপশন পার্টি) হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৬ ডিসেম্বর মুম্বাইতে আরেকটি পার্টি করবেন কোহলি-আনুশকা। এরপর নতুন বছরে প্রোটিয়া সফরে উড়ে যাবে কোহলি অ্যান্ড কোং। সেই সফরেই কোহলির সঙ্গে উড়ে যেতে পারেন আনুশকাও। বর্ষ বরণের রাতটা দক্ষিণ আফ্রিকাতেই কাটাতে পারেন এই জুটি।

গত ১১ ডিসেম্বর ইতালির তুষ্কানির এক ঐতিহ্যবাহী দুর্গে বিবাহ সম্পন্ন করেন কোহলি আনুশকা। একেবারেই পারিবারিক বন্ধু-আত্মীয়দের সাক্ষী রেখে নিয়ম মেনে চার হাত এক হয় বিরাট-আনুশকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের কথা প্রকাশ করেন এই দম্পতি।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে শুভদৃষ্টি হয়েছিল বিরাট ও আনুশকার। তার পরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কখনও কখনও সম্পর্ক ভাঙার কাহিনিও সামনে এসেছে। ২০১৫ সাল জুড়ে চলে মন কষাকষির খবর। ২০১৬ সালের পর ধীরে ধীরে আরও বেশি আপন হয়ে যান কোহলি-আনুশকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৭ ১১:০৭ পূর্বাহ্ণ