নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি প্রতিবাদে কাল রোববার (২১ মে) সারাদেশে বিক্ষােভ কর্মমূচি দিয়েছে বিএনপি।শনিবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বেলা ১১টার দিকে এ ঘোষণা দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কাল বিক্ষোভের ঘোষণা দেন। সকাল ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত প্রায় পৌনে দুই ঘন্টাব্যাপী গুলশান কার্যালয়ে তল্লাশি ছালায় পুলিশ।এদিকে তল্লাশির পর গুলশানের ৮৬ নম্বর রোডে তাৎক্ষণিক প্রতিবাদসভা করেছেন মহিলা দল।তল্লাশির প্রতিবাদে বিএনপি ও ২০ দলীয় জোট থেকেও কর্মসূচি আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দৈনিক দেশজনতা/এমএইচ /সময়: ৩.২০
দৈনিক দেশজনতা/এমএইচ /সময়: ৩.২০
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

