নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৯ ডেসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

