লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নাঈম ইসলাম (২৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নাঈম উপজেলার সুন্দ্রাহবি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নাঈম ইসলাম বেশ কিছুদিন ধরে কালীগঞ্জের কাকিনা গ্রামের এক কলেজছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্ত’র বিষয়ে কলেজছাত্রী থানায় অভিযোগ দায়ের করলে পরিপ্রেক্ষিতে পুলিশ নাঈমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় নাঈম দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ তাকে রোববার সন্ধ্যায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

