১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:০৫
ব্রেকিং নিউজ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

গাজীপুর প্রতিবেদক  :

ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার নাম মো. আব্দুল কাদের (৫০)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার দক্ষিণ নাগরপুর গ্রামের আব্দুর রহম আলীর ছেলে। কাদের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বসবাস করে ঢাকার একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

টঙ্গী রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই আরব আলী ও স্থানীয়রা জানান, ভোরে বিলাসপুরে অজ্ঞাত ট্রেনের সঙ্গে কাদেরের ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ