১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:০৭

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় বাস দ্বিখণ্ডিত নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে চার শিশু নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার পারপিনান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মিলাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

জানা গেছে, বাসটি মিলাস এলাকার একটি স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই চার শিশু নিহত হয়। আহত হয় ১০ জনের মতো। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস ও ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এদিকে দুর্ঘটনায় হতাহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় তিনি এই সমবেদনা জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ