১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৩

বিচারকদের শৃঙ্খলার গেজেট সংবিধান পরিপন্থী: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সিনিয়র যুগ্ন মহসচিব রুহুল কবীর রিজভী আহম্মেদ বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলার গেজেট প্রকাশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকল না।
আজ বুধবার বেলা ১২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, অধস্তন আদালতের শৃঙ্খলা গেজেট প্রকাশ মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃৃথকীকরণ নিয়ে সুপ্রিমকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তার পরিপন্থী। এমনকি সংবিধানেরও পরিপন্থী। তিনি বলেন, এ গেজেট প্রকাশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীতা বলতে আর কিছু রইল না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ২:১৫ অপরাহ্ণ