বিনোদন ডেস্ক:
আজ ৯৫-এ পা দিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী শায়রা বানু। দিলীপ কুমার কিছুদিন ধরে অসুস্থ। সম্প্রতি তিনি নিউমোনিয়া থেকে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শারীরিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই অনাড়ম্বরভাবে একান্ত ঘরোয়া পরিবেশে পালন করা হচ্ছে তার জন্মদিন।
স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, এই উপলক্ষ্যে আত্মীয় বন্ধু-বান্ধবদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেছেন তিনি। বর্ষীয়াণ এই অভিনেতার জন্মদিনে প্রতি বছর ফুলে ফুলে সেজে ওঠে তাদের বাড়ি। আত্মীয়, বন্ধু-বান্ধব সকলের জন্য সেদিন তাদের দরজা অবারিত থাকে, যাতে তারা এসে দিলীপের সঙ্গে সময় কাটাতে পারেন। কিন্তু আজ অবশ্য একটু কড়াকড়ি থাকবে কারণ দিলীপ অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, তার সংক্রমণ যাতে না হয় তা দেখতে।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

