আন্তর্জাতিক ডেস্ক:
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দলগুলো অংশ গ্রহণ করতে পারবে না। কারণ, তারা রোববারের স্থানীয় নির্বাচনে অংশ নেয়নি। ক্ষমতা আরো পাকাপোক্ত করতে এটি তার আরেকটি পদক্ষেপ মাত্র।
ভোটের পর মাদুরো বলেন, ভেনিজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ নিষিদ্ধ প্রধান দলগুলোর মধ্যে হেনরিক কাপ্রিলেসের গ্রুপের নাম রয়েছে। মাদুরো অনুগত শক্তিশালী বিশেষ আইন পরিষদের বরাত দিয়ে তিনি বলেন, ‘জাতীয় সাংবিধানিক পরিষদ এটি ঘোষণা করেছে।’
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

